জবুর 1

প্রথম সিপারা

(1-41রুকু)

1ধন্য সেই লোক,
যে দুষ্টদের পরামর্শমত চলে না,
গুনাহ্‌গারদের পথে থাকে না,
ঠাট্টা-বিদ্রূপকারীদের আড্ডায় বসে না;
2বরং মাবুদের শরীয়তেই তার আনন্দ,
আর সেটিই তার দিনরাতের ধ্যান।
3সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ,
যা সময়মত ফল দেয়,
আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না;
সে সব কাজেই সফলতা লাভ করে।
4কিন্তু দুষ্টেরা সেরকম নয়;
তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ।
5এইজন্য রোজ হাশরে দুষ্টেরা টিকবে না,
গুনাহ্‌গার লোকেরা আল্লাহ্‌ভক্তদের দলে টিকে থাকতে পারবে না;
6কারণ আল্লাহ্‌ভক্তদের চলার পথের উপর মাবুদের খেয়াল আছে,
কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।