১ খান্দাননামা 10
বাদশাহ্তালুতের মৃত্যু
1একবার ফিলিস্তিনীরা বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করল আর বনি-ইসরাইলরা তাদের সামনে থেকে পালিয়ে গেল। তাদের মধ্যে অনেকে গিল্বোয় পাহাড়ে ফিলিস্তিনীদের হাতে মারা পড়ল। 2ফিলিস্তিনীরা তালুত ও তাঁর ছেলেদের পিছনে তাড়া করে গিয়ে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কী-শূয়কে হত্যা করল। 3তারপর তালুতের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
4তালুত তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার শরীরটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ খৎনা-না-করানো লোকেরা এসে আমাকে অপমান করবে।”
কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন তালুত তাঁর নিজের তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন। 5তালুত মারা গেছেন দেখে তাঁর অস্ত্র বহনকারীও নিজের তলোয়ারের উপর পড়ে মারা গেল। 6এইভাবে সেই দিন তালুত, তাঁর তিন ছেলে এবং তাঁর সংগের লোকেরা এক সংগে মারা গেলেন।
7যে সব ইসরাইলীয় সেই সময় উপত্যকায় ছিল তারা যখন দেখল যে, ইসরাইলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং তালুত ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর ফিলিস্তিনীরা এসে সেই সব গ্রাম দখল করে নিল।
8পরের দিন ফিলিস্তিনীরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিলবোয় পাহাড়ের উপরে তালুত ও তাঁর ছেলেদের লাশ পড়ে আছে। 9তারা তালুতের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-দেবী ও লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা ফিলিস্তিনী দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল। 10তারপর তারা তালুতের অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দেবতাদের মন্দিরে রাখল আর তার মাথাটা দাগোন্তদেবতার মন্দিরে টাংগিয়ে দিল।
11ফিলিস্তিনীরা তালুতের প্রতি যা করেছে যাবেশ-গিলিয়দের সমস্ত লোক তা শুনতে পেল। 12তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে তালুত ও তাঁর ছেলেদের লাশগুলো যাবেশে নিয়ে আসল। যাবেশের এলোন গাছটার তলায় তারা তাঁদের হাড়গুলো দাফন করল এবং সাত দিন রোজা রাখল।
13-14 মাবুদের প্রতি বেঈমানী করেছিলেন বলে তালুত মারা গেলেন। তিনি মাবুদের কথা মেনে চলেন নি; এমন কি, মাবুদের কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি ভূতদের সংগে সম্বন্ধ রাখা লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। সেইজন্যই মাবুদ তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা ইয়াসির ছেলে দাউদের হাতে তুলে দিলেন।